বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা মনমোহন সাগর দুগ্গাল
মনমোহন সাগর দুগ্গাল (১৯৪৬-১৯৭১) ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তিনি ১৯৪৬ সালের ২৬শে জানুয়ারি অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর (বর্তমান তান তারান) জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জলন্ধর ও চণ্ডীগড়ে শিক্ষালাভ করেন। খড়কভাসলার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও দেরাদুনের ভারতীয় মিলিটারি অ্যাকাডেমি থেকে তিনি স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৬৬ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি দেওলালির আর্টিলারি স্কুল থেকে সিলভার গানার হিসেবে ইয়ং অফিসার্স কোর্স সম্পন্ন করেন। তারপর ৯৩ মাউন্টেন রেজিমেন্টে যোগদান করেন। কমান্ডো কোর্সে তিনি কমান্ডো ড্যাগার খেতাব লাভ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে আসামের কুকিতলে মুক্তিবাহিনীর আর্টিলারি ব্যাটারি গঠিত হলে ক্যাপ্টেন মনমোহন সাগর দুগ্গাল এই ব্যাটারিকে প্রশিক্ষণ, সরঞ্জামাদি, যানবাহন ও অন্যান্য উপকরণ দিয়ে সহায়তা করেন। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও সার্বিক সহযোগিতা প্রদানের ব্যাপারে তিনি ছিলেন খুবই একনিষ্ঠ। ৩০শে সেপ্টেম্বর শমশেরনগর যুদ্ধে পদাতিক ব্যাটালিয়নের অগ্রবর্তী পর্যবেক্ষক হিসেবে সম্মুখ সমরে শত্রুর অবস্থানে আক্রমণকালে তিনি শাহাদত বরণ করেন। শহীদ ক্যাপ্টেন দুগ্গালের আরো দুই সহোদর মিত্রবাহিনী র কর্মকর্তা হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক্যাপ্টেন মনমোহন সাগর দুগালের কর্তব্যনিষ্ঠা ও সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার কর্তৃক তাঁকে ‘মেনশন ইন ডেসপ্যাচেস’ (মরণোত্তর) খেতাব প্রদান করা হয়। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ শহীদ ক্যাপ্টেন মনমোহন সাগর দুগাল-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড