You dont have javascript enabled! Please enable it! বীর প্রতীক মনসুরুল আলম দুলাল - সংগ্রামের নোটবুক

বীর প্রতীক মনসুরুল আলম দুলাল

মনসুরুল আলম দুলাল, বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ক্র্যাক প্লাটুন-এর সদস্য। তাঁর পিতার নাম আ. লতিফ ভূঁইয়া এবং মাতার নাম বেগম মেহেরুন্নেসা। ঢাকার তেজগাঁও কলেজের ছাত্র থাকা
অবস্থায় বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ তাঁকে মুক্তিযুদ্ধে যোগদানে উদ্বুদ্ধ করে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সীমান্ত অতিক্রম করে আগরতলার যুব শিবিরে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ২ নম্বর সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশারফ, বীর উত্তম-এর নেতৃত্বে যুদ্ধ করেন। তিনি ঢাকার মিরপুর, হাতিরপুল, ধানমন্ডি ও গ্রিনরোডসহ বিভিন্ন অপারেশনে সাহসিকতা প্রদর্শন করেন।
২১শে আগস্ট রাত ১টার দিকে গ্রুপ লিডার আব্দুল আজিজের নির্দেশে শেখ মান্নানের নেতৃত্বে মনসুরুল আলম, বজলুল মাহমুদ, আলমগীর ও আব্দুল্লাহ গ্রিনরোডে জাতিসংঘ ন্য অফিসের সম্মুখে বালি দিয়ে মাইন ঢেকে রাখেন। ঐ মাইন বিস্ফোরণে পাকবাহিনীর তিনটি লরি বিধ্বস্ত হয়। এতে একজন ক্যাপ্টেনসহ কয়েকজন পাকসেনা নিহত হয়। এ অপারেশনের সংবাদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং র ভয়েজ অব আমেরিকা গুরুত্বের সঙ্গে প্রচার করে।
মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার মনসুরুল আলম দুলালকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে। তিনি ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। [জেবউননেছা]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড