You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের চিত্রশিল্পী, চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ মকবুল ফিদা হুসেন - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের চিত্রশিল্পী, চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ মকবুল ফিদা হুসেন

মকবুল ফিদা হুসেন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্ৰী (১৯১৫-২০১১) ভারতের চিত্রশিল্পী, চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ। মকবুল ফিদা হুসেন (এম এফ হুসেন নামে সাধারণত পরিচিত) ১৯১৫ সালের ১৭ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সোলাপুর জেলার পান্ধরপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইন্দোরে তাঁর স্কুল জীবন সম্পন্ন করেন। কৈশোরে বরোদার মাদ্রাসায় অধ্যয়নকালে তিনি ক্যালিগ্রাফি শিল্পের প্রতি আগ্রহী হন এবং ধীরে-ধীরে চিত্রকলার প্রতি আকৃষ্ট হয়ে শিল্পী হওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৩৫ সালে তিনি বোম্বে (বর্তমান মুম্বাই) গমন করেন এবং স্যার জে জে স্কুল অব আর্টে ভর্তি হন। বলিউডের বিলবোর্ড ও পোস্টার অঙ্কনের মাধ্যমে তাঁর কর্মজীবনের শুরু। তিনি একটি খেলনা কোম্পানিতে খেলনার ডিজাইন ও খেলনা তৈরি করতেন। তিনি বোম্বে প্রগতিশীল শিল্পী দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন (১৯৪৭)। তিনি ও ঐ দলের সদস্যরা ভারতীয় শিল্পধারায় আধুনিক ও নতুন রীতির প্রবর্তন
মকবুল ফিদা হুসেন করেন। ১৯৫২ সালে বোম্বেতে তাঁর প্রথম জাতীয় এবং একই বছর জুরিখে এবং ১৯৬৪ সালে আন্তর্জাতিক একক চিত্রপ্রদর্শনী আয়োজিত হয়। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে তাঁর একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেন। তাঁর প্রথম চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম গোল্ডেন বিয়ার পুরস্কার লাভ করে। তাঁর পরিচালিত দুটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো গজগামিনী (২০০০) ও মিনাক্ষী : টেইল অব থ্রি সিটিজ (২০০৪)। তিনি ১৯৮৬ সালে রাজ্যসভায় মনোনয়ন পান। চিত্রকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘পদ্মশ্রী’ (১৯৬৬), ‘পদ্মভূষণ’ (১৯৭৩) ও ‘পদ্মবিভূষণ’ (১৯৯১) খেতাবে ভূষিত হন। তিনি ২০১১ সালের ৯ই জুন মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মকবুল ফিদা মুক্তিসংগ্রাম ও অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে আসেন। ১৯৭১ সালের গণহত্যা ও মুক্তিযুদ্ধের ওপর তাঁর আঁকা ছবি বাংলাদেশের পক্ষে বিশ্ব সমর্থন আদায়ে বিশেষ ভূমিকা পালন করে। তিনি চিত্রপ্রদর্শনীর মাধ্যমে অর্থসংগ্রহ করে বাংলাদেশের শরণার্থীদের তহবিলে দান করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১৫ই ডিসেম্বর ২০১২ মকবুল ফিদা হুসেন-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড