ব্যাপারীপাড়া বধ্যভূমি (কুড়িগ্রাম সদর)
ব্যাপারীপাড়া বধ্যভূমি (কুড়িগ্রাম সদর) কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত। এখানে বহু মানুষকে হত্যা করে কবর দেয়া হয়।
কুড়িগ্রাম শহরের জেলাখানার ঠিক পশ্চিমে ব্যাপারীপাড়া। ব্যাপারীপাড়ার দক্ষিণে চিলমারী-কুড়িগ্রাম রেললাইনের পূর্বদিকে আলহাজ্ব আজিজুল হক ব্যাপারী (ঝড়ু হাজী), সিদ্দিকুর রহমান ও আব্দুস ছাত্তার ব্যাপারীদের একটি বিরাট বাঁশঝাড় ছিল। ঐ বাঁশঝাড়ের মধ্য দিয়ে একটি ড্রেন প্রবাহিত ছিল। রেললাইনের পূর্বপাড়ের বিশাল এলাকার পানি এ নালা দিয়েই প্রবাহিত হয়ে নাগদহ বিলে পড়ত। নিকটস্থ জেলখানা ও সিএন্ডবি রেস্ট হাউজ এবং পশ্চিম দিকে নতুন রেলস্টেশনে পাকসেনাদের ক্যাম্প ছিল। পাকসেনারা রেলযাত্রী কিংবা বিভিন্ন ক্যাম্পে ধরে নিয়ে আসা অনেক নিরীহ বাঙালিকে হত্যার পর এই বাঁশঝাড়ের ড্রেনে ফেলে দিত। কাউকে-কাউকে বাঁশঝাড়ে মাটিচাপা দিত। কুড়িগ্রাম কোর্টের মজিবর মহুরীসহ অনেককেই এখানে মাটিচাপা দেয়া হয়। কিছু-কিছু পাকসেনার লাশও এখানে মাটিচাপা দেয়া হয়েছিল। স্বাধীনতার পর এখানে অনেক মানুষের হাড়গোর পাওয়া যায়। [এস এম আব্রাহাম লিংকন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড