বিলাগী যুদ্ধ (মনোহরদী, নরসিংদী)
বিলাগী যুদ্ধ (মনোহরদী, নরসিংদী) সংঘটিত হয় ২৯শে সেপ্টেম্বর। এদিন সকাল ১০টার দিকে তিনটি গাড়িতে করে পাকসেনারা মনোহরদীর দিকে অগ্রসর হচ্ছিল। মুক্তিযোদ্ধারা খবর পেয়ে বিলাগী নামক স্থানে রাস্তার পূর্বপাশে অবস্থান গ্রহণ করেন। পাকবাহিনীর গাড়িতিনটি রেঞ্জের মধ্যে আসামাত্র মুক্তিযোদ্ধারা ফায়ারিং ওপেন করেন। একটি গাড়ি ছিটকে রাস্তার পশ্চিম পাশে পড়ে যায়। পাকসেনারা প্রচণ্ডভাবে মুক্তিবাহিনীর ওপর পাল্টা আক্রমণ চালায়। ১ ঘণ্টা পর্যন্ত উভয় পক্ষ প্রচণ্ডভাবে যুদ্ধ চালিয়ে যায়। এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের গুলি কমে আসায় তাঁরা নিরাপদে অবস্থান ত্যাগ করে অন্যত্র চলে যান। এ-যুদ্ধে পাকবাহিনীর অনেক সেনা হতাহত হয়। মুক্তিযোদ্ধাদের পক্ষে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। [এম আর মাহবুব]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড