বাথুলি যুদ্ধ (বাসাইল, টাঙ্গাইল)
বাথুলি যুদ্ধ (বাসাইল, টাঙ্গাইল) সংঘটিত হয় ২১শে নভেম্বর। এতে ২২ জন পাকিস্তানি সেনা নিহত ও ৪০ জন আহত হয়।
২১শে নভেম্বর মুক্তিবাহিনী বাসাইল থানা আক্রমণ করে তা দখল করে নেয়। এর পরপর আব্দুল কাদের সিদ্দিকী, বীর উত্তম করটিয়া থেকে বাসাইলের দিকে যাত্রা করেন। তিনি তাঁর সহযোদ্ধাদের নিয়ে বাথুলি পর্যন্ত আসার পর পাকিস্তানি সেনাদের মুখোমুখি হন। পাকসেনারা মুক্তিবাহিনীর দিকে গুলি বর্ষণ শুরু করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি বর্ষণ করেন। শুরু হয় এক ভয়াবহ সম্মুখ যুদ্ধ। এ-যুদ্ধে ২২ জন পাকিস্তানি সেনা নিহত ও ৪০ জন আহত হয়। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড