You dont have javascript enabled! Please enable it! বড়সাদিপুর যুদ্ধ (সোনারগাঁ, নারায়ণগঞ্জ) - সংগ্রামের নোটবুক

বড়সাদিপুর যুদ্ধ (সোনারগাঁ, নারায়ণগঞ্জ)

বড়সাদিপুর যুদ্ধ (সোনারগাঁ, নারায়ণগঞ্জ) সংঘটিত হয় নভেম্বর মাসের শেষ সপ্তাহে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বড়সাদিপুর মাদ্রাসায় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। এ ক্যাম্পে থানার মুক্তিযোদ্ধাদের কয়েকটি গ্রুপ একত্রে অবস্থান করত। অবস্থানরত মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন পিরোজপুর ইউনিয়নের ঝাউচরের সোহেল গ্রুপ, বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজারের আউয়াল গ্রুপ, কাঁচপুর ইউনিয়নের মহিউদ্দিন মাহি গ্রুপ এবং পানাম পৌরসভার রতন ভূঁইয়া গ্রুপের বারুদীর বিশ্বনাথ চন্দ্ৰ শীল, মঞ্জু মিয়া, শম্ভু কর্মকার, এয়াকুব প্রমুখ। ঘটনার দিন দুপুরে সোনারগাঁর দ্বিতীয় থানা কমান্ডার মাসুদুর রহমান মাসুদ একজন রাজাকারকে ধরে ক্যাম্পে নিয়ে আসেন। মুক্তিযোদ্ধারা তার হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রাখেন। কিন্তু ঘণ্টাখানেক পর রাজাকারটি পালিয়ে গিয়ে পাকসেনা ও দলবলসহ ফিরে এসে ক্যাম্পে আক্রমণ চালায়। সে-সময় মুক্তিযোদ্ধারা দুপুরের আহার গ্রহণ করছিলেন। আকস্মিক গোলাগুলি শুরু হলে তাঁরা দ্রুত বাঙ্কারে গিয়ে পজিশন নেন এবং আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালান। ঘণ্টাখানেক গোলাগুলির পর পাকসেনারা শেল নিক্ষেপ করলে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হন। [রীতা ভৌমিক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড