বগুড়া সাধুর আশ্রম বধ্যভূমি (বগুড়া সদর)
বগুড়া সাধুর আশ্রম বধ্যভূমি (বগুড়া সদর) বগুড়া সদর উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু লোককে হত্যা করা হয়।
বগুড়া সদরের সেউজগাড়ি এলাকাটি সাধুর আশ্রম নামে পরিচিত। মুক্তিযুদ্ধকালে পাকসেনারা এখানে নৃশংস হত্যাকা- চালায়। সাধুর আশ্রমের পাশে একটি কূপ ছিল। স্থানীয় রাজাকারদের সহায়তায় হানাদাররা এখানে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের লোকদের ধরে এনে গুলি অথবা জবাই করে হত্যা করত।
পাকবাহিনী বগুড়া দখল করার পর সাধুরা আশ্রম ছাড়েননি। তাঁদের ধারণা ছিল ধর্মীয় স্থান হিসেবে পাকবাহিনী এখানে আক্রমণ করবে না। কিন্তু হানাদাররা তাদের সেই ধারণা পাল্টে দেয়। হঠাৎ করে তারা একদিন সাধুর আশ্রমে অভিযান চালায়। আশ্রমে তখন ৪ জন সাধু ও ৩ জন সাধুমাতা অবস্থান করছিলেন। তাঁরা তখন রাতের খাবার খাচ্ছিলেন। পাকসেনারা ৩ জন সাধুকে ধরে নিয়ে সরকারি আযিযুল হক কলেজের পাশের রাস্তা অর্থাৎ বগুড়া রেলস্টেশনের পশ্চিম দিকে গুলি করে হত্যা করে। পরে তাদের রাস্তার পাশে মাটির মধ্যে পুঁতে রাখে। হত্যাকা-ের শিকার ৩ জন সাধু হলেন- সুন্দর সাধু, মঙ্গল সাধু ও মুনেন্দ্রনাথ সরকার। তাঁদের স্মরণে এ পর্যন্ত কোনো স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি। [মিলন রহমান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড