ফুলগাজী রাজাকার ক্যাম্প অপারেশন (ফুলগাজী, ফেনী)
ফুলগাজী রাজাকার ক্যাম্প অপারেশন (ফুলগাজী, ফেনী) পরিচালিত হয় অক্টোবর মাসের শেষ সপ্তাহে সন্ধ্যার দিকে। এতে ৬০ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। অপরপক্ষে হানাদার বাহিনীর ২০০ জন সৈন্য নিহত ও বহু আহত হয়। ফুলগাজীতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার বাহিনীর শক্ত ঘাঁটির ওপর বেশ কয়েকবার মুক্তিযোদ্ধাদের অপারেশন পরিচালিত হয়। তবে অক্টোবর মাসের শেষ সপ্তাহের অপারেশন ছিল খুবই ভয়াবহ। ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা এ অপারেশনে অংশগ্রহণ করেন। ভারতীয় সেনাবাহিনীর গুর্খা ও রাজপুত ব্যাটালিয়নের সদস্যরা এতে সহযোগিতা করেন।
ঘটনার দিন সন্ধ্যার দিকে যুদ্ধ শুরু হয়। শুরুতে উভয় দিক থেকে বৃষ্টির মতো আর্টিলারি শেলিং চলতে থাকে। ফুলগাজী বাজারে হানাদার বাহিনীর অবস্থান থেকে নিলক্ষী গ্রামে মুক্তিবাহিনীর অবস্থান পর্যন্ত প্রায় এক মাইল জুড়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ অপারেশনে কচি, আইয়ুব ও আলী সহ ৬০ জনের মতো মুক্তিযোদ্ধা শহীদ হন। অপরপক্ষে হানাদার বাহিনীর ২০০ জন সৈন্য নিহত ও বহু আহত হয়। মুক্তিযোদ্ধারা সেদিন ফুলগাজী ঘাঁটি দখল করতে না পারলেও ফেনী-বিলোনিয়া রাস্তায় হানাদারদের মুভমেন্টের ওপর অব্যাহত সামরিক ও গেরিলা আক্রমণ ফেনী থেকে ফুলগাজীতে তাদের সৈন্য ও রসদ সরবরাহে বাধার সৃষ্টি করে এবং ফুলগাজীতে তাদের অবস্থানকে কোণঠাসা করে রাখতে সক্ষম হয়। [মো. ফখরুল ইসলাম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড