You dont have javascript enabled! Please enable it! 1971.12.07 | ফতেপুর গণহত্যা (ফুলপুর, ময়মনসিংহ) - সংগ্রামের নোটবুক

ফতেপুর গণহত্যা (ফুলপুর, ময়মনসিংহ)

ফতেপুর গণহত্যা (ফুলপুর, ময়মনসিংহ) সংঘটিত হয় ৭ই ডিসেম্বর রাতে। এতে গ্রামের ৬ জন নিরীহ মানুষ প্রাণ হারায়।
ঘটনার দিন রাতে হানাদার পাকিস্তানি সেনারা স্থানীয় রাজাকারদের সঙ্গে নিয়ে গ্রামের হাফিজ উদ্দিনের বাড়িসহ ৪-৫টি বাড়ি ঘেরাও করে। এক পর্যায়ে পাকসেনারা ঘরে- ঘরে তল্লাশি শুরু করে। হাফিজ উদ্দিনের ঘরে এক সঙ্গে ৬ জন যুবককে ঘুমন্ত অবস্থায় পেয়ে পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধা ভেবে তাদের আটক করে। ধৃত ৬ জনের ওপর অমানবিক নির্যাতন শেষে তাদের গুলি করে হত্যা করে। নিহতরা হলো- হাফিজ উদ্দিন বেপারী, ছাবেদ আলী, ভুলুশেখ, মনির শেখ, আবুল হোসেন ও জহুর উদ্দিন ওরফে জুলু শেখ। [আলী আহাম্মদ খান আইয়োব]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড