You dont have javascript enabled! Please enable it! 1971.08.29 | পানকাতা প্রথম যুদ্ধ (গোপালপুর, টাঙ্গাইল) - সংগ্রামের নোটবুক

পানকাতা প্রথম যুদ্ধ (গোপালপুর, টাঙ্গাইল)

পানকাতা প্রথম যুদ্ধ (গোপালপুর, টাঙ্গাইল) সংঘটিত হয় ২৯শে আগস্ট। এতে ১৬ জন পাকসেনা নিহত হয় এবং ৮ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
টাঙ্গাইল জেলার উত্তর সীমান্তে গোপালপুর থানা অবস্থিত। এ থানার নগদা-শিমলা ইউনিয়নের একটি গ্রাম পানকাতা। ২৯শে আগস্ট এ গ্রামে পাকবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর যুদ্ধ হয়। কোম্পানি কমান্ডার আবদুল হাকিম, বীর প্রতীক- কয়েকজন মুক্তিযোদ্ধাসহ ভারতে যাওয়ার জন্য ঝাউয়াইলের মধ্য দিয়ে জগন্নাথগঞ্জ ঘাট হয়ে যমুনা নদীতে নৌকায় উঠতে যান। এ-সময় তাঁরা হঠাৎ পানকাতায় পাকসেনাদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েন। ফলে উভয় পক্ষে যুদ্ধ হয়। এ-যুদ্ধে হানাদার বাহিনীর ১৬ জন সদস্য নিহত হয়। অপরদিকে মুক্তিবাহিনীর ৮ জন বীর সন্তান শহীদ হন। তাঁদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন- মুস্তাফিজুর রহমান (কামুটিয়া), সাইদুর রহমান (কালিহাতী) এবং ইদ্রিস (ছোট চওনা)। [মামুন তরফদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড