You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাংবাদিক পর্শ্বনাথ চৌধুরী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাংবাদিক পর্শ্বনাথ চৌধুরী

পর্শ্বনাথ চৌধুরী ভারতের সাংবাদিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি ইংরেজি দৈনিক দি শিলং টাইমস্-এর সাংবাদিক ও স্বত্বাধিকারী ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি নিজ খরচে ২০০ শরণার্থীর জন্য ডাউকির নিকট প্রাথমিক বিদ্যালয় ভবনে আশ্রয় ও খাদ্যের বন্দোবস্ত করেন এবং শরণার্থীদের মাঝে খাদ্য, বস্ত্র ও ওষুধ বিতরণ করেন। তাঁর পত্রিকার মাধ্যমে তিনি শরণার্থীদের দুঃখ-দুর্দশা ও গণহত্যার তথ্য শিলংয়ের জনগণ ও বিদেশী নাগরিকদের কাছে পৌঁছে দেন, যা তাদের বিবেককে জাগ্রত করে। পরবর্তীকালে এসব তথ্য বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের ব্যাপারেও তিনি সোচ্চার ছিলেন।
মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালের ২৪শে মার্চ পর্শ্বনাথ চৌধুরী-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড