বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাংবাদিক পঙ্কজ সাহা
পঙ্কজ সাহা ভারতের সাংবাদিক। পূর্ব ভারতের অন্যতম টেলিভিশন ব্যক্তিত্ব পঙ্কজ সাহা কলকাতা দূরদর্শন কেন্দ্রের সঙ্গে প্রথম থেকে জড়িত ছিলেন। শান্তিনিকেতনে দূরদর্শন কেন্দ্রের প্রথম ডিরেক্টর এবং কলকাতা দূরদর্শন কেন্দ্রের ডিরেক্টর পঙ্কজ সাহার পরিচালিত ও প্রযোজিত তথ্যচিত্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ভারতে খুবই সমাদৃত। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পঙ্কজ সাহা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদদাতা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন এবং পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতার প্রত্যক্ষ বিবরণী রেকর্ড করে তা প্রচার করেন।
তিনি ভারতে বাংলাদেশী শিল্পীদের গান রেকর্ড করে আকাশবাণীতে প্রচার করেন। কলকাতায় ডেপুটি হাইকমিশনার হোসেন আলী যখন পাকিস্তানের আনুগত্য ত্যাগ করে বাংলাদেশের প্রতি তাঁর আনুগত্য ঘোষণা করেন (১৮ই এপ্রিল), সেই ঐতিহাসিক মুহূর্তে তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি ঘটনার বিবরণী ও হোসেন আলীর সাক্ষাৎকার নিয়ে সে রাতেই আকাশবাণীতে প্রচার করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত তাঁর অনেক কবিতা, ছড়া ও প্রবন্ধ প্রকাশ করেন এবং বিভিন্ন সভা-সমাবেশে মুক্তিযুদ্ধ নিয়ে বক্তৃতা ও আলোচনায় অংশ নিয়ে ভারতের মানুষকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে সচেতন করার প্রচেষ্টা চালান। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ১৯৭২ সালের ৬ই ফেব্রুয়ারি যখন প্রথম কলকাতায় যান, ইন্দিরা গান্ধীর সঙ্গে সেই ঐতিহাসিক গড়ের মাঠের জনসভার ধারাবিবরণী তিনি আকাশবাণীতে প্রচার করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক পঙ্কজ সাহা-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড