নারায়ণগঞ্জ টার্মিনাল বধ্যভূমি (নারায়ণগঞ্জ সদর)
নারায়ণগঞ্জ টার্মিনাল বধ্যভূমি (নারায়ণগঞ্জ সদর) পাকসেনারা ২৮শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত এ টার্মিনালে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত করে।
পাকসেনারা ২৮শে মার্চ বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ সদরে প্রবেশ করে। এরপর থেকেই তারা নারায়ণগঞ্জ টার্মিনালকে বধ্যভূমিতে পরিণত করে। দিনের বেলা তারা বিভিন্ন স্থান থেকে নিরীহ মানুষদের এখানে ধরে এনে অমানবিক নির্যাতন চালাত। তারপর রাতের অন্ধকারে তাদের গুলি করে হত্যা করত। ১৬ই ডিসেম্বর পর্যন্ত পাকসেনারা এখানে অসংখ্য মানুষকে হত্যা করে। হত্যার পর শহীদদের মৃতদেহগুলো তারা শীতলক্ষ্যা নদীতে ফেলে দিত। [রীতা ভৌমিক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড