You dont have javascript enabled! Please enable it! ধুমঘাট নাপিত বাড়ি বধ্যভূমি (ছাগলনাইয়া, ফেনী) - সংগ্রামের নোটবুক

ধুমঘাট নাপিত বাড়ি বধ্যভূমি (ছাগলনাইয়া, ফেনী)

ধুমঘাট নাপিত বাড়ি বধ্যভূমি (ছাগলনাইয়া, ফেনী) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন ধুমঘাট রেলব্রিজের পূর্ব পাশে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়।
যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা প্রায়ই পাকবাহিনীকে প্রতিরোধ করতে ধুমঘাট রেলওয়ে ব্রিজ ভেঙ্গে দিতেন। পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের লোকজনকে জোরপূর্বক ধরে এনে ভাঙ্গা ব্রিজ মেরামতের কাজে লাগাত। লোকজন দিয়ে রেলওয়ে স্লিপার, বড়বড় কাঠের ফাইল ও বালুর বস্তা টানাত। অনেকে এই ভারী কাজ করতে অনাগ্রহ দেখালে পাকিস্তানি সৈন্যরা তাদের গুলি করে হত্যা করত। এভাবে মুক্তিযুদ্ধের ৯ মাসে পাকিস্তানি হানাদার বাহিনী রাতের অন্ধকারে বহু মানুষকে ধরে ধুমঘাট নাপিত বাড়ির পুকুরপাড়ে এনে গুলি করে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিত। দেশ স্বাধীন হওয়ার পর এ পুকুর থেকে অসংখ্য মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়। [মো. ফখরুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড