You dont have javascript enabled! Please enable it! 1971.05.26 | দেবোত্তর গণহত্যা (আটঘরিয়া, পাবনা) - সংগ্রামের নোটবুক

দেবোত্তর গণহত্যা (আটঘরিয়া, পাবনা)

দেবোত্তর গণহত্যা (আটঘরিয়া, পাবনা) সংঘটিত হয় ২৬শে মে। এতে ২৪ জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারায়।
ঘটনার দিন পাকিস্তানি সৈন্যরা পাবনা শহরের পূর্বপাশে ভাড়ারা গ্রাম থেকে আব্দুল জব্বার শেখ, রোস্তম আলী শেখ, সিরাজ উদ্দিন শেখ, নুরুল হক শেখ, ইয়াদ আলী সরদার, হাফিজ সরদার, মোচাই শেখসহ প্রায় অর্ধশত নিরীহ মানুষকে আটক করে পাবনা শহরের নুরপুরে অবস্থিত ওয়াপদা সেনাক্যাম্পে নিয়ে যায়। এরপর তাদের ওপর অমানুষিক নির্যাতন করে কয়েকটি গ্রুপে ভাগ করে ঈশ্বরদীর পাকশীতে এবং আটঘরিয়ার দেবোত্তর এনে নৃশংসভাবে হত্যা করে। পাকিস্তানি সৈন্যরা একটি ট্রাকে আটক ২৫ জনকে চোখ বেঁধে দেবোত্তর বাজারের দক্ষিণে বাঁশবাগানে নিয়ে আসে। তারপর তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হয়। পাকিস্তানি সৈন্যরা ফিরে গেলে স্থানীয় জনগণ এসে মোচাই শেখ নামে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এরপর নিহতদের সেখানে গণকবরে সমাহিত করা হয়। ঘটনাক্রমে আহত মোচাই শেখ বেঁচে যান। পরে তার কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়। স্বাধীনতার এত বছর পরেও দেবোত্তর গনকবরের স্থানটি সংরক্ষিত হয়নি। [আমিরুল ইসলাম রাঙা]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড