দিগনগর পাকসেনা ক্যাম্প অপারেশন (মুকসুদপুর, গোপালগঞ্জ)
দিগনগর পাকসেনা ক্যাম্প অপারেশন (মুকসুদপুর, গোপালগঞ্জ) পরিচালিত হয় অক্টোবর মাসের প্রথম দিকে। এতে ৯ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
মুক্তিযুদ্ধে দিগনগর ছিল ঘটনাবহুল একটি এলাকা। এখানে অনেক যুদ্ধের ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দিগনগর পাকসেনা ক্যাম্প আক্রমণ। আক্টোবর মাসের প্রথম দিকে এটি ঘটে। এ-যুদ্ধে মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। নাসির তালুকদারের নেতৃত্বে ২০ জন মুক্তিযোদ্ধা এতে অংশ নেন। সারারাত ধরে ভয়াবহ যুদ্ধ চলে। এক পর্যায়ে টেকের হাট থেকে পাকবাহিনীর অতিরিক্ত সদস্যরা এসে যোগ দেয় এবং পাকসেনাদের হাতে নাসির তালুকদারসহ ১০ জন মুক্তিযোদ্ধা ধরা পড়েন। তাঁদের মধ্যে ৯ জনকে তারা হত্যা করে এবং নাসির তালুকদারকে যশোর কারাগারে আটক রাখে। দেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান। দিগনগর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। [মো. ফিরোজ খান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড