You dont have javascript enabled! Please enable it! 1971.09.17 | দশদোনা যুদ্ধ (মনোহরদী, নরসিংদী) - সংগ্রামের নোটবুক

দশদোনা যুদ্ধ (মনোহরদী, নরসিংদী)

দশদোনা যুদ্ধ (মনোহরদী, নরসিংদী) সংঘটিত হয় ১৭ই সেপ্টেম্বর। এতে ৭ জন পাকসেনা নিহত ও ১২ জন আহত হয়।
পাকসেনারা নরসিংদী থেকে গরুরগাড়ি যোগে রেশনের খাদ্য সামগ্রী মনোহরদীতে আনা-নেয়া করত। সে-সময় তারা পায়ে হেঁটে দুদিকে অস্ত্র তাক করে চলত। একদিন মুক্তিবাহিনীর নিকট এই মর্মে খবর আসে যে, পাকবাহিনী প্রায়শই সড়ক পথে সেকশন টু সেকশন দূরত্ব বজায় রেখে দশদোনার রাস্তায় পেট্রল ডিউটিতে বের হয়। তারা এ রাস্তা দিয়ে শিবপুর, হাতিরদিয়া, মনোহরদি আসা-যাওয়া করে। তাদের একমাত্র লক্ষ্য মনোহরদীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। পাকবাহিনী কখনো-কখনো গরুর গাড়িতে করে ভারী হাতিয়ার ও অ্যামুনিশন আনা-নেয়া করত। গরুর গাড়ি আগে রেখে তারা থাকত পেছনে। এ সংবাদ পেয়ে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর ওপর আক্রমণের পরিকল্পনা করেন। ঘটনার দিন মুক্তিবাহিনী যথাযথ দূরত্ব বজায় রেখে পাকবাহিনীর চলাচলের রাস্তায় এম্বুশ করে। হানাদাররা আগের মতোই একের পর এক সেকশন নিয়ে আসতে থাকে। মুক্তিবাহিনীর রেঞ্জের মধ্যে আসতেই পাকবাহিনীর ওপর ফায়ার ওপেন করা হয়। পাকবাহিনীও প্রচণ্ডভাবে পাল্টা গুলিবর্ষণ করতে থাকে। প্রায় ১ ঘণ্টা যুদ্ধ চলে। এ পর্যায়ে মুক্তিযোদ্ধাদের গুলি শেষ হয়ে গেলে তারা নিরাপদে অবস্থান ত্যাগ করে চলে যান। মুক্তিবাহিনীর কেউ হতাহত হননি। কিন্তু যুদ্ধের অবস্থা দেখতে এসে দৌলতপুরের আব্দুল মোতালিব নামক ১৪-১৫ বছরের এক কিশোর পাকবাহিনীর গুলিতে নিহত হয়।
মুক্তিযোদ্ধারা পিছু হটে এলেও এ-যুদ্ধে প্রকৃতপক্ষে তাদেরই জয় হয়, কারণ যুদ্ধে ৭ জন পাকসেনা নিহত ও ১২ জন আহত হয়। [এম আর মাহবুব]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড