You dont have javascript enabled! Please enable it! দক্ষিণ বাহারছড়া রাডার স্টেশন সংলগ্ন বধ্যভূমি (কক্সবাজার সদর) - সংগ্রামের নোটবুক

দক্ষিণ বাহারছড়া রাডার স্টেশন সংলগ্ন বধ্যভূমি (কক্সবাজার সদর)

দক্ষিণ বাহারছড়া রাডার স্টেশন সংলগ্ন বধ্যভূমি (কক্সবাজার সদর) কক্সবাজার সদর উপজেলায় অবস্থিত। ৬ই মে থেকে ৬ই ডিসেম্বরের পূর্ব পর্যন্ত পাকবাহিনী এখানে অর্ধশতাধিক মানুষকে হত্যা করে।
কক্সবাজার জেলার দক্ষিণ বাহারছাড়া রাডার স্টেশনের পাদদেশকে পাকিস্তানি হানাদার বাহিনী বধ্যভূমি হিসেবে ব্যবহার করে। এখানে পাকিস্তানি বাহিনী একাধিক গণহত্যা সংঘটিত করে। ৫ই মে পাকিস্তানি হানাদার বাহিনী কক্সবাজারে আগমনের পর ৬ই মে থেকে মুক্তিকামী লোকজনকে বাড়ি থেকে তুলে নিয়ে উক্ত স্থানে হত্যা করে। ভারতীয় মিত্রবাহিনী- কর্তৃক ৬ই ডিসেম্বর কক্সবাজার বিমান বন্দরে বোমা হামলার পূর্ব পর্যন্ত হানাদার বাহিনী এ বধ্যভূমিতে গণহত্যা চালায়। হানাদার বাহিনী এ বধ্যভূমিতে অর্ধশতাধিক মানুষকে হত্যা করে। তবে হত্যাকাণ্ডের শিকার এসব মানুষ দূর-দূরান্তের হওয়ায় কারো পরিচয় জানা যায়নি। হত্যার পর অনেকগুলো লাশ এখানেই গণকবরে সমাহিত করা হয়। [জগন্নাথ বড়ুয়া] চালায়।

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড