তেলিয়াপাড়া যুদ্ধ (রায়পুরা, নরসিংদী)
তেলিয়াপাড়া যুদ্ধ (রায়পুরা, নরসিংদী) সংঘটিত হয় আগস্ট মাসে। এতে কয়েকজন পাকসেনা হতাহত হয়। অপরপক্ষে আদিয়াবাদ গ্রামের ২ জন অধিবাসী নিহত হয়।
ঘটনার সময় মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন চৌধুরীর গ্রুপ তেলিয়াপাড়ায় ক্যাম্প স্থাপন করে অবস্থান করছিল। এ খবর পেয়ে পুটিয়া ক্যাম্প থেকে হানাদারদের একটি গ্রুপ আড়িয়াল খাঁ নদী দিয়ে বোটে করে তেলিয়াপাড়ায় আসে এবং বোট থেকে নেমেই মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আক্রমণ করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা জবাব দেন। উভয় পক্ষে বেশ কিছুক্ষণ ধরে যুদ্ধ চলে। এ-যুদ্ধে কয়েকজন পাকসেনা হতাহত হয়। অপরপক্ষে আদিয়াবাদ গ্রামের ২ জন অধিবাসী বোরহান উদ্দিন ও ডিপটি নিহত হয়। [মুহম্মদ ইমাম উদ্দিন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড