১৪ এপ্রিল ১৯৭১ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তাজউদ্দীনের ভাষণ
প্রধানমন্ত্রী তাজউদ্দীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এক ভাষনে প্রতিবেশী দেশ গুলো থেকে অস্র সাহায্য চেয়েছেন। তিনি বলেন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ। বাংলাদেশ থেকে পাক হানাদারদের সমূলে উচ্ছেদের জন্য পৃথিবীর সকল স্বাধীন রাষ্ট্র সমুহের এটা নৈতিক দায়িত্ব। তাদের উচিত সবরকম সাহায্য সম্ভার নিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো। পাকিস্তানের বর্বর হামলার বিরুদ্ধে ভারত, সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন যে উদ্বেগ প্রকাশ করেছেন তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী জানান বাংলাদেশের ভ্রাম্যমাণ দুত গন শীঘ্রই বিভিন্ন দেশ সফরে যাবেন।