ডহরপাড়া গণহত্যা (উজিরপুর, বরিশাল)
ডহরপাড়া গণহত্যা (উজিরপুর, বরিশাল) সংঘটিত হয় ১৭ই মে। এতে ১৩ জন সাধারণ মানুষ শহীদ হন।
উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদী দ্বারা বিচ্ছিন্ন গুঠিয়া ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম ডহরপাড়া। গ্রামটির অধিকাংশ মানুষই কৃষক। ১৭ই মে পাকিস্তানি বাহিনী গুঠিয়া গণহত্যার পর তাদের দোসরদের সহায়তায় ডহরপাড়া গ্রামে লুণ্ঠন, অগ্নিসংযোগ ও নৃশংস গণহত্যা চালায়। ডহরপাড়া গণহত্যায় ১৩ জন সাধারণ মানুষ শহীদ হন। তারা হলেন- কাশেম তালুকদার (৪০), আবদুর রশিদ হাওলাদার (২৫) (পিতা আচমত আলী হাওলাদার), আবদুর রাজ্জাক হাওলাদার (২৫) (পিতা সদর উদ্দিন হাওলাদার), মোশারফ হোসেন হাওলাদার (৪০) (পিতা আবসার উদ্দিন হাওলাদার), আজিম উদ্দিন হাওরাদার (৬০), মোবারক হোসেন হাওলাদার (৪০), আশ্রাব আলী হাওলাদার (৩৫) (পিতা সাজেত আলী হাওলাদার), আবদুল মান্নান হাওলাদার (২০) (পিতা হাতেম হাওলাদার), আবদুল লতিফ হাওলাদার (২২) (পিতা আজাহার হাওলাদার), নূরুল ইসলাম হাওলাদার (২৫) (পিতা আবুল হাসেম হাওলাদার), কদম আলী হাওলাদার (৬০), আদম আলী মোল্লা (৪৫) (পিতা সুরাত মোল্লা) ও আশ্রাব আলী হাওলাদার (৪০) (পিতা সোনামুদ্দিন হাওলাদার)। [মনিরুজ্জামান শাহীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড