You dont have javascript enabled! Please enable it! 1971.04.14 | জায়গীরপাড়া-রঘুনাথপুর গণহত্যা (পুঠিয়া, রাজশাহী) - সংগ্রামের নোটবুক

জায়গীরপাড়া-রঘুনাথপুর গণহত্যা (পুঠিয়া, রাজশাহী)

জায়গীরপাড়া-রঘুনাথপুর গণহত্যা (পুঠিয়া, রাজশাহী) সংঘটিত হয় ১৪ই এপ্রিল। এতে ১১ জন গ্রামবাসী শহীদ হন।
ঘটনার দিন পাকবাহিনী শিবপুর হাটে এসে দুটি দলে বিভক্ত হয় এবং একটি দল জায়গীরপাড়া ও অন্য দল রঘুনাথপুর গ্রামে যায়। এরপর তারা দুটি গ্রামে ১১ জনকে হত্যা করে। এখানে শহীদরা হলেন- মো. আয়েজ উদ্দিন (পিতা মো. জমির উদ্দিন, জায়গীরপাড়া), মো. তছের উদ্দিন (পিতা মো. বছির উদ্দিন, জায়গীরপাড়া), মো. চেরু প্রামাণিক (পিতা মো. ইউনুছ প্রমাণিক, জায়গীরপাড়া), জবের আলি (পিতা লাল মোহাম্মদ, জায়গীরপাড়া), আ. মালেক (পিতা ইউসুফ আলি, শিবপুরহাট), দুখু কারিগর (রঘুনাথপুর), নছি শাহ (পিতা আখর শাহ, রঘুনাথপুর), আ. সোবহান (পিতা জাফর শাহ, রঘুনাথপুর), মহসিন আলি (পিতা আ. সোবহান, রঘুনাথপুর), আ. মালেক (পিতা মো. নাজির আলি, – রঘুনাথপুর) এবং আ. সাত্তার (পিতা আজগর আলি, রঘুনাথপুর)। [মো. ইলিয়াছ উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড