বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের আইনজীবী ও সমাজসেবী জাফর মালিক
জাফর মালিক পাকিস্তানের আইনজীবী ও সমাজসেবী। তিনি পাঞ্জাব প্রদেশ থেকে পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর নির্বাচিত যুগ্ম-সম্পাদক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জাফর মালিক পেশায় একজন আইনজীবী ছিলেন। সে-সময় পাকিস্তানি সামরিক জান্তা কর্তৃক পূর্ব বাংলায় সংঘটিত হত্যা ও নির্যাতন বন্ধের জন্য যে- সকল ব্যক্তি আন্দোলনের প্রচেষ্টা গ্রহণ এবং গ্রেফতার বরণ করেন, তাঁদের পক্ষে তিনি মামলা পরিচালনা করতেন। বঙ্গবন্ধুর মুক্তি ও পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতন বন্ধের দাবিতে পাকিস্তানের ৪৩ জন বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতার সঙ্গে তিনিও এক বিবৃতিতে স্বাক্ষর প্রদান করেন। তিনি প্রগতিশীল বুদ্ধিজীবীদের এ বিবৃতিতে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বঙ্গবন্ধুর মুক্তির দাবির সমর্থনে একটি সংগঠন গড়ে তোলেন। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়েও তিনি সোচ্চার ছিলেন। এর ফলে তাঁকে সামাজিকভাবে অনেক বিড়ম্বনা ও বঞ্চনার সম্মুখীন হতে হয়। বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিষয়ে পশ্চিম পাকিস্তানের জনগণকে অবহিতকরণ এবং বাংলাদেশের নির্যাতিত জনগণের পক্ষে জনমত গঠনে তিনি অনন্য অবদান রাখেন। পাকিস্তানি হয়েও তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৭১-এ সংঘটিত নৃশংসতার জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তানের ক্ষমা প্রার্থনার তিনি দৃঢ় সমর্থক ছিলেন।
মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালের ২৪শে মার্চ জাফর মালিক-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড