জলদী ও শেখেরখীল গণহত্যা (বাঁশখালী, চট্টগ্রাম)
জলদী ও শেখেরখীল গণহত্যা (বাঁশখালী, চট্টগ্রাম) সংঘটিত হয় ৭ই সেপ্টেম্বর। এতে ৭ জন নিরীহ মানুষ শহীদ হন।
৭ই সেপ্টেম্বর বাঁশখালী উপজেলার হিন্দু অধ্যুষিত জলদী ও শেখেরখীল গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্বিচারে গণহত্যা চালায়। এ গণহত্যায় জলদী গ্রামের ৪ জন এবং শেখেরখীল গ্রামের ৩ জন মানুষ শহীদ এবং কয়েকজন আহত হন। এ গণহত্যায় শহীদরা হলেন- জলদী গ্রামের সমরেন্দ্র লাল দে, সুরেন্দ্র চক্রবর্তী (পিতা দুর্গা কিংকর চক্রবর্তী), যোগেন্দ্র লাল দাশ (পিতা দিগম্বর দাশ), দানেশ চন্দ্র নাথ (পিতা বজ্ৰ মোহন নাথ), শেখেরখীল গ্রামের সুভাষ চন্দ্ৰ দেব (পিতা সারদা চরণ দেব), বিজয় কুমার দেব (পিতা হরগোবিন্দ দেব) ও যোগেন্দ্র লাল দেব (পিতা হরগোবিন্দ দেব)। [জগন্নাথ বড়ুয়া]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড