You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের রাজনীতিবিদ জয়প্রকাশ নারায়ণ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের রাজনীতিবিদ জয়প্রকাশ নারায়ণ

জয়প্রকাশ নারায়ণ, ভারতরত্ন (১৯০২-১৯৭৯) ভারতের রাজনীতিবিদ। লোক নায়ক নামে পরিচিত জয়প্রকাশ নারায়ণ ১৯০২ সালের ১১ই অক্টোবর বিহার প্রদেশের সারন জেলার সিতাবদিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাটনার কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন (১৯১৮) ও বিহার বিদ্যাপীঠ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার জন্য তিনি ১৯২২ সালে যুক্তরাষ্ট্রের বার্কলে বিশ্ববিদ্যালয়ে গমন করেন। ৮ বছর পর ১৯২৯ সালে দেশে প্রত্যাবর্তন করে তিনি পণ্ডিত জওহরলাল নেহেরুর আহবানে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী জয়প্রকাশ নারায়ণ ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। স্বদেশী আন্দোলনে অংশগ্রহণের ফলে একাধিকবার তিনি কারারুদ্ধ হন। ১৯৪৮ সালে তিনি কংগ্রেস দল ত্যাগ করেন এবং ১৯৫২ সালে প্রজা সমাজতন্ত্রী দল গঠনে মুখ্য ভূমিকা পালন করেন। ১৯৭৪ সালে সংঘটিত বিহার আন্দোলনেও তিনি নেতৃত্ব দেন। জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৬৫ সালে রামোন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন এবং ভারত সরকার কর্তৃক ১৯৯৯ সালে তাঁকে সর্বোচ্চ সম্মাননা ‘ভারতরত্ন’ খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৯ সালের ৮ই অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জয়প্রকাশ নারায়ণ মুক্তিযুদ্ধের পক্ষে খুবই সোচ্চার ছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের জন্য তিনি একাধিক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেন। তাছাড়াও পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১৫ই ডিসেম্বর ২০১২ জয়প্রকাশ নারায়ণ-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড