You dont have javascript enabled! Please enable it! চেহেলগাজী মাজার গণকবর (দিনাজপুর সদর) - সংগ্রামের নোটবুক

চেহেলগাজী মাজার গণকবর (দিনাজপুর সদর)

চেহেলগাজী মাজার গণকবর (দিনাজপুর সদর) দিনাজপুর জেলা সদর থেকে ৫ কিমি উত্তরে চেহেলগাজী ইউনিয়নে দিনাজপুর-তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত। ঐতিহ্যবাহী চেহেলগাজী মাজারটি প্রায় ৫৪ ফুট দীর্ঘ। এখানে মোগল আমলের চল্লিশ জন দরবেশের সমাধি রয়েছে। তাঁরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে এদেশে এসে ‘গাজী’ উপাধিতে ভূষিত হন। ১৯৭২ সালের ৬ই জানুয়ারি দিনাজপুর শহরস্থ মাহারাজা হাইস্কুল প্রাঙ্গণে সংঘটিত ট্র্যাজেডিতে শহীদ প্রায় পাঁচশত মুক্তিযোদ্ধার মাত্র ১৬০ জনের লাশ উদ্ধার করে পরের দিন ৭ই জানুয়ারি এই মাজার শরীফে সমাহিত করা হয়। [মাসুদুল হক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড