You dont have javascript enabled! Please enable it! 1971.09.13 | চাপরাশি হাট যুদ্ধ (কবিরহাট, নোয়াখালী) - সংগ্রামের নোটবুক

চাপরাশি হাট যুদ্ধ (কবিরহাট, নোয়াখালী)

চাপরাশি হাট যুদ্ধ (কবিরহাট, নোয়াখালী) সংঘটিত হয় ১৩ই সেপ্টেম্বর রাতে। রাজাকারদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের এ-যুদ্ধে ৫ জন রাজাকার- নিহত ও অনেকে আহত হয়।
এখানে ১ জন মুক্তিযোদ্ধা আহত হন। এদিন রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত যুদ্ধ চলে।
কোম্পানি কমান্ডার সুবেদার লুৎফর রহমানের নির্দেশে ডি জোনের কমান্ডার সুবেদার সামছল হকের নেতৃত্বে মুক্তিবাহিনী ও মুজিব বাহিনী-র প্রায় অর্ধশত মুক্তিযোদ্ধা শতাধিক রাজাকারের বিরুদ্ধে এ-যুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযোদ্ধাদের গুলিতে ৫ জন রাজাকার ঘটনাস্থলে নিহত ও অনেকে আহত হয়। অন্যরা রাতের অন্ধকারে অস্ত্র ফেলে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধাদের মধ্যে মুজিব বাহিনীর কমান্ডার আবদুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে গোপন স্থানে নিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। রাজাকারদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ মুক্তিযোদ্ধারা নিজেদের ক্যাম্পে নিয়ে যান। এ-যুদ্ধ সফল হওয়ায় মুক্তিযোদ্ধাদের মনোবল বহুগুণে বৃদ্ধি পায়। স্থানীয় জনসাধারণও রাজাকারদের অত্যাচার, লুটপাট, নারীর সম্ভ্রমহানি ও হত্যাকাণ্ড থেকে রক্ষা পায়। কুমিল্লা সেনানিবাস জাদুঘরে এ-যুদ্ধের তথ্য ও বিজয় কাহিনি সংরক্ষিত রয়েছে। [মো. ফখরুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড