১৩ এপ্রিল ১৯৭১ঃ মেহেরপুরে ভারতীয় বিএসএফ কর্মকর্তার সাক্ষাৎ
মেহেরপুরে প্রবাসী সরকারের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য দুই জন ভারতীয় বিএসএফ কর্মকর্তা মেহেরপুর আসেন। এরা হলেন জেএফ রুস্তমজি এবং গোলক মজুমদার। তারা নুরুল কাদেরকে বলেন বাংলাদেশ সরকার গঠন হয়েছে এখন আনুষ্ঠানিকতা করা প্রয়োজন (নুরুল কাদের তখনও সরকার গঠন জানতেন না) তারা।