চন্দ্রকান্ত হালদারের বাড়ি গণহত্যা (উজিরপুর, বরিশাল)
চন্দ্রকান্ত হালদারের বাড়ি গণহত্যা (উজিরপুর, বরিশাল) সংঘটিত হয় ১৭ই অক্টোবর। এতে ৫ জন নিরীহ মানুষ শহীদ হন।
পাকিস্তানি হানাদার বাহিনী ১৭ই অক্টোবর বড়াকোঠা দরগাবাড়ি গণহত্যা – শেষে রাজাকারদের দেখানো পথে উত্তর দিকে চন্দ্রকান্ত হালদারের বাড়িতে যায় এবং সেখানে নির্যাতন ও গণহত্যা চালায়। পাকবাহিনীর ভয়ে বাড়ির মানুষ অন্যত্র আশ্রয় নেয়। হানাদাররা বাড়ির মধ্যে প্রবেশ করে কাউকে না পেয়ে সবগুলো ঘর লুণ্ঠন শেষে আগুনে পুড়িয়ে দেয়। ভয়ে বাড়ির পুকুরে কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকা নিরীহ মানুষজনকে খুঁজে তারা নৃশংসভাবে হত্যা করে। চন্দ্রকান্ত হালদারের বাড়ি গণহত্যায় ৫ জন শহীদ হন। তাঁরা হলেন- রামকৃষ্ণ হালদার (৫০) (পিতা রাইচরণ হালদার; কৃষক), উপেন্দ্রনাথ বিশ্বাস (৬০) (পিতা মধুসূদন বিশ্বাস; কাঠমিস্ত্রি), ধলু শীল (২৫) (পিতা অনন্ত শীল; কৃষক), জ্যোৎসনা (২) (পিতা হরেন বাড়ৈ) ও করুণা বাড়ৈ (২৭) (স্বামী হরেন বাড়ৈ)। [মনিরুজ্জামান শাহীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড