গৌরীপুর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)
গৌরীপুর গণহত্যা (রায়পুরা, নরসিংদী) সংঘটিত হয় নভেম্বর মাসে। এতে অনেক সাধারণ মানুষ প্রাণ হারায়। ঘটনার দিন গৌরীপুর গ্রামে মুক্তিযোদ্ধাদের গুলিতে কাবুলিওয়ালা নামে পাকবাহিনীর এক দোসর নিহত হয়। এর প্রতিশোধ নিতে আশুগঞ্জ থেকে গানবোটে অনেক পাকসেনা এসে গৌরীপুর গ্রাম ও কোহিনুর জুট মিলসে আক্রমণ চালায়। এতে গৌরীপুর গ্রাম ও কোহিনুর জুট মিলসের শ্রমিকসহ অনেক লোক মারা যায়। তাদের মধ্যে কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আব্দুর রহমান বেপারী (পিতা মিয়াজান বেপারী), আবদুস সোবহান আবু, জোবেদা খাতুন (স্বামী আব্দুল গফুর), আব্দুল কুদ্দুস (পিতা লাল মিয়া), দারুগ আলী (পিতা তাজ মাহমুদ), মুসলেম মিয়া (পিতা আব্দুল মন্নাফ), মইদর আলী (পিতা রহিম বক্স), আতর মিয়া (পিতা আব্দুল আলী), জিনু মিয়া (পিতা কিতাব আলী), জামান মিয়া (পিতা আলামত মিয়া), রফিক আহমেদ (পিতা আবুল মোল্লা), হাফিজ মিয়া (পিতা হাজী আ. ছামিদ), সামসু মিয়া (পিতা সেকান্দর আলী), সেলিম মিয়া (পিতা সেকান্দর আলী) ও শাহজাহান। [মুহম্মদ ইমাম উদ্দিন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড