ঘাসিরদিয়া অপারেশন (শিবপুর, নরসিংদী)
ঘাসিরদিয়া অপারেশন (শিবপুর, নরসিংদী) ২২শে অক্টোবর সংঘটিত হয়। এ অপারেশনে বহু সংখ্যক পাকিস্তানি সৈন্য নিহত হয়।
ঘাসিরদিয়া জেলা পরিষদের কাঁচা রাস্তা ধরে পাকিস্তানি সৈন্যরা প্রায়ই নরসিংদী থেকে শিবপুর যাতায়াত করত। হানাদার বাহিনীকে শায়েস্তা করার জন্য শিবপুর থানার গেরিলা ইউনিট কমান্ডার পুবেরগাঁও-এর আব্দুল মান্নান খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এ রাস্তায় ডিনামাইট ফিট করার সিদ্ধান্ত নেন। ঘটনার দিন এ গ্রুপের মুক্তিযোদ্ধা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য মজনু মৃধা ও বিস্ফোরক বিশেষজ্ঞ হায়দার আনোয়ার খান ঝুনুর যৌথ কমান্ডে হাবিবুর রহমান প্রমুখ মুক্তিযোদ্ধা কামরাব মুক্তিযোদ্ধা ক্যাম্প থেকে পায়ে হেঁটে সকাল ৮টার পূর্বে ঘাসিরদিয়া জেলা পরিষদের কাঁচা রাস্তার পাশে পৌঁছান। সেখানে ডিনামাইট স্থাপন করে তাঁরা ক্যাম্পে ফিরে আসেন। ঘণ্টাখানেক পরেই পাকিস্তানি সৈন্যরা কয়েকটি গাড়িযোগে এ পথে শিবপুর থেকে নরসিংদী যাচ্ছিল। গাড়িগুলো ঘাসিরদিয়া ডিনামাইট স্থাপনের স্থলে পৌঁছতেই ডিনামাইট বিস্ফোরিত হয়। এতে দুটি গাড়ি ধ্বংস হয়। গাড়িতে থাকা ৩০ থেকে ৪০ জন পাকিস্তানি সৈন্য ঘটনাস্থলেই নিহত হয়। এ সংবাদ পেয়ে নরসিংদী হেডকোয়ার্টার্স থেকে পাকিস্তানি সৈন্যরা ঘাসিরদিয়া গ্রামে পৌছায়। তারা সেখানে প্রবেশ করে নিরীহ গ্রামবাসীদের ওপর আক্রমণ চালায়। গ্রামবাসীরা কিছু বুঝে ওঠার আগেই প্রত্যেক বাড়িতে তারা হানা দিয়ে মুক্তিযোদ্ধা সন্দেহে যাকে যেখানে পায় সেখানেই গুলি করে হত্যা করে। এ-সময় গ্রামের কয়েকজন নারী নির্যাতিত এবং শহীদ হন। [রীতা ভৌমিক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড