বীর বিক্রম গোলাম রসুল
গোলাম রসুল, বীর বিক্রম (শহীদ ১৯৭১) একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার চকচন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোফাজ্জল ভূঁইয়া এবং মাতার নাম পরিবানু নেছা। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
১৯৭১ সালে গোলাম রসুল ইপিআর-এর সিলেট জেলার ৩ নম্বর উইং-এ হাবিলদার পদে কর্মরত ছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫শে মার্চ গভীর রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ শুরু করলে তিনি দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে যোগ দেন। ৪ নম্বর সেক্টরে মেজর সি আর দত্তের নেতৃত্বে তিনি বিভিন্ন যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। ১৩ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা সাব-সেক্টর কমান্ডার মো. আব্দুর রবের নেতৃত্বে পাকবাহিনীর শক্তিশালী ঘাঁটি সিলেটের চিকনগুল আক্রমণ করেন। শুরু হয় প্রচণ্ড যুদ্ধ। গোলাম রসুল তাঁর প্লাটুন নিয়ে পাকসেনাদের দৃঢ় অবস্থানগুলোর ওপর তীব্র আক্রমণ করেন এবং একটির পর একটি অবস্থান ধ্বংস করে ক্রমান্বয়ে শত্রুঘাঁটির খুব কাছে পৌঁছে যান। এ অবস্থায় হঠাৎ শত্রুর এক ঝাঁক বুলেটের আঘাতে শহীদ হন অসীম সাহসী এ যোদ্ধা৷
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা ও অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযোদ্ধা গোলাম রসুলকে ‘বীর বিক্রম’ (মরণত্তোর) খেতাবে ভূষিত করা হয়। তিনি ছিলেন অবিবাহিত। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড