গোটাপাড়া গণহত্যা (বাগেরহাট সদর)
গোটাপাড়া গণহত্যা (বাগেরহাট সদর) সংঘটিত হয় ২৩শে আগস্ট। স্থানীয় রাজাকাররা এ গণহত্যা সংঘটিত করে। এতে ৮ জন নিরীহ মানুষ প্রাণ হারায়।
বাগেরহাটের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর তীরে গোটাপাড়া গ্রামের অবস্থান। সিরাজ মাস্টার ছিল এখানকার কুখ্যাত রাজাকার। এ গ্রামের হিন্দুপাড়া দাসডাঙ্গিতে বাগেরহাট শহরের অনেক হিন্দু নর-নারী আশ্রয় নিয়েছিলেন। এ গ্রামের কিছু তরুণ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বিশিষ্ট মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বাহিনীতে যোগ দেন। এসব কারণে সিরাজ মাস্টার একদিন তার দল নিয়ে গোটাপাড়ায় আক্রমণ করে। এদিন তারা গ্রামের তোরাব আলী হাওলাদার, হিঙ্গুল উদ্দিন শেখ, বাদল চক্রবর্তী, ভূপাল দাস, শ্রীনিবাস দাস, প্রফুল্ল কুমার শীল, সুবোধ দাস এবং যুগিন্দির সাহাকে হত্যা করে। এছাড়া তারা নিরঞ্জন দাসকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত ভেবে রাস্তার উপরে ফেলে রেখে যায়। [স্বরোচিষ সরকার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড