ক্রোফডনগর মাঠ যুদ্ধ (দৌলতপুর, কুষ্টিয়া)
ক্রোফডনগর মাঠ যুদ্ধ (দৌলতপুর, কুষ্টিয়া) সংঘটিত হয় ২৭শে সেপ্টেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এ-যুদ্ধে ৯ জন পাকিস্তানি সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। যুদ্ধে মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল আজিজ শহীদ হন।
মহিষকুণ্ডি ইপিআর ক্যাম্প থেকে হানাদার বাহিনীর একটি দল সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জ ক্রোফডনগর পাকুড়িয়ার মাঠ দিয়ে সারিবদ্ধভাবে যাচ্ছিল। এ-সময় কমান্ডার মো. আব্দুল আজিজ তাদের দেখতে পান। অত্যন্ত সাহসী আব্দুল আজিজের নিকট একটি এলএমজি ছিল। তিনি তাৎক্ষণিক অতর্কিতে পাকবাহিনীকে লক্ষ করে ব্রাশফায়ার করেন এবং পরপর ৩টি ম্যাগাজিন শেষ করেন। এর মধ্যে এলাকার অন্য মুক্তিযোদ্ধারাও সেখানে এসে পৌঁছান এবং পাশাপাশি পজিশন নেন। এক পর্যায়ে কমান্ডার আব্দুল আজিজ যখন ম্যাগাজিন লোড করছিলেন, তখন পাকবাহিনীর ছোড়া গুলি তাঁর বুকে বিদ্ধ হয়। তিনি গুলিবিদ্ধ অবস্থায় যুদ্ধ চালিয়ে যেতে থাকেন এবং ঘটনাস্থলেই শহীদ হন। মৃত্যুর পূর্বে তাঁর এলএমজি-র গুলিতে ৯ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। নিজের প্রাণের বিনিময়ে তিনি গ্রামের সকল জনগণকে রক্ষা করেন। পরবর্তী সময়ে পাকবাহিনী কখনো আর এ গ্রামে প্রবেশ করতের সাহস পায়নি। কমান্ডার মো. আব্দুল আজিজের নেতৃত্বে প্রাগপুর ইউনিয়ন ও রামকৃষ্ণপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধারা এ-যুদ্ধে অংশগ্রহণ করেন। [মো. ছাদিকুজ্জামান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড