কৈয়গ্রাম বাজার ব্রিজ অপারেশন (পটিয়া, চট্টগ্রাম)
কৈয়গ্রাম বাজার ব্রিজ অপারেশন (পটিয়া, চট্টগ্রাম) পরিচালিত হয় সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে ক্যাপ্টেন করিমের নেতৃত্বে। এদিন সন্ধ্যায় জিরি ইউনিয়নের কৈয়গ্রাম বাজারে শিকলবাহা খালের ওপর নির্মিত ব্রিজটি ধ্বংস করতে গেলে রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। অনেক্ষণ যুদ্ধ চলার পর রাজাকাররা মুক্তিযোদ্ধাদের সঙ্গে না পেরে পালিয়ে গেলে মুক্তিযোদ্ধারা আগুন দিয়ে ব্রিজটি ধ্বংস করে দেন। পাকিস্তানি বাহিনী, রাজাকার- বা দালালদের চলাচল ও কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার জন্যই ব্রিজটি ধ্বংস করা হয়। এছাড়া ব্রিজের এপাড়-ওপাড়ে বাজার এলাকায় রাজাকার-দালালদের অনেক দোকান-পাট ও বাড়ি-ঘরও জ্বালিয়ে দেয়া হয়। এ অপারেশনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন— কমান্ডার ক্যাপ্টেন করিম (নোয়াপাড়া, রাউজান), নায়েক আজিজুল হক (পিতা আবদুল হাকিম, রাজ্জাকপাড়া, কর্ণফুলী), আবু তাহের বাঙালি (পিতা মো. শরীফ, দৌলতপুর, কর্ণফুলী), কামাল উদ্দিন চৌধুরী (পিতা আবদুন নূর চৌধুরী, শাহমীরপুর), এম এন ইসলাম (পিতা মো. ইসহাক, শাহমীরপুর), লিয়াকত আলী খান (পিতা মাহবুব আলী খান, দৌলতপুর), শামসুল আলম (পিতা আবদুল জব্বার, দৌলতপুর), নূর হোসেন (পিতা হাজি মো. শরীফ, দক্ষিণ শার্মীরপুর), মো. মুছা (পিতা আবুল হোসেন, শাহমীরপুর), আ হ ম নাসির উদ্দিন (বোয়ালখালি), ল্যান্স নায়েক ওবায়েদ (বোয়ালখালি), নেভাল সদস্য জহির আহমদ (সারোয়াতলী বোয়ালখালি), মনসুর সিদ্দিকী (সারোয়াতলী) প্রমুখ। [শামসুল আরেফীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড