বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ২ প্যারা ব্যাটালিয়নের অধিনায়ক কুলবন্ত সিং পানু মহাবীরচক্র
কুলবন্ত সিং পানু মহাবীরচক্র (১৯৩২-১৯৯২) ভারতীয় সেনাবাহিনীর ২ প্যারা ব্যাটালিয়নের অধিনায়ক। তিনি ১৯৩২ সালের ৬ই মার্চ পাঞ্জাবের অমৃতসর জেলার লওকা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে ভারতীয় সেনাবাহিনীর ৩ গোর্খা রাইফেলসে একজন অফিসার হিসেবে কমিশন লাভ
করেন এবং প্যারাট্রুপার অফিসার্স কোর্স সম্পন্ন করার পর তিনি ১৯৫৭ সালে প্যারাশুট রেজিমেন্টে যোগদান করেন।
তাঁর পরিবারের দীর্ঘ সামরিক ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বের জন্য ভারত সরকার কর্তৃক তাঁকে ‘মহাবীরচক্র’ খেতাবে ভূষিত করা হয় ৷ তিনি পরবর্তীকালে মেজর জেনারেল পদে পদোন্নতি পান এবং ১৯৮৮ সালে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৯২ সালের ২৫শে মে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে কুলবন্ত সিং পান্নু ভারতীয় সেনাবাহিনীর ২ প্যারা ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। ১১ই ডিসেম্বর তিনি তাঁর ব্যাটালিয়ন নিয়ে প্যারাশুটের সাহায্যে টাঙ্গাইলের কাছে পুংলি ব্রিজ এলাকায় পাকিস্তানি অবস্থানের পেছনে অবতরণ করে যুদ্ধে নতুন মাত্ৰা সংযোজন করেন। বিপজ্জনক পরিস্থিতিতে শত্রুর ঘাঁটিগুলো দখল ও প্রতি-আক্রমণ নস্যাৎ করে তিনি তাদের ব্যাপক ক্ষতি সাধন করেন এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। ঢাকার দিকে তাঁর সৈন্যদের দ্রুত অগ্রসর হওয়ার তথ্য পেয়ে পাকিস্তান সেনাবাহিনীর অধিনায়কদের মধ্যে ভীতির সঞ্চার হয় এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তারপর তিনি তাঁর ব্যাটালিয়ন নিয়ে টাঙ্গাইলের পথ ধরে ঢাকা অভিমুখে এগিয়ে যান। মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ লেফটেন্যান্ট কর্নেল কুলবন্ত সিং পান্নু মহাবীরচক্র- কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড