You dont have javascript enabled! Please enable it! 1971.03.31 | কামারপাড়া যুদ্ধ (মিরপুর, কুষ্টিয়া) - সংগ্রামের নোটবুক

কামারপাড়া যুদ্ধ (মিরপুর, কুষ্টিয়া)

কামারপাড়া যুদ্ধ (মিরপুর, কুষ্টিয়া) ৩১শে মার্চ সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের এ-যুদ্ধে ৩ জন পাকিস্তানি সৈন্য নিহত হয় এবং ২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
ঘটনার দিন সকাল ১০টায় ৩ জন পাকিস্তানি সৈন্য কামারপাড়া গ্রামে এসে লুণ্ঠন ও নির্যাতন শুরু করে। তাদের ধ্বংসাত্মক কার্যক্রম দেখে স্থানীয় মুক্তিযোদ্ধারা কমান্ডার সিপাহি মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা হানাদার সদস্যদের প্রতিরোধ করলে উভয়ের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে ৩ জন পাকিস্তানি সৈন্য নিহত হয় এবং গোরদহ গ্রামের মনিরউদ্দিন (পিতা মোজাহার প্রামাণিক) ও সিপাহি মহিউদ্দিন সাহসিকতার সঙ্গে লড়াই করে শহীদ হন। শহীদ মুক্তিযোদ্ধা সিপাহি মহিউদ্দিনের স্মৃতি রক্ষার্থে মিরপুর উপজেলা চত্বরে ‘শহিদ মহিউদ্দিন স্মৃতিস্তম্ভ’ নির্মিত হয়েছে। [মোসা. নাজমা আক্তার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড