You dont have javascript enabled! Please enable it! কাগতিয়া মাদ্রাসা রাজাকার ক্যাম্প অপারেশন (রাউজান, চট্টগ্রাম) - সংগ্রামের নোটবুক

কাগতিয়া মাদ্রাসা রাজাকার ক্যাম্প অপারেশন (রাউজান, চট্টগ্রাম)

কাগতিয়া মাদ্রাসা রাজাকার ক্যাম্প অপারেশন (রাউজান, চট্টগ্রাম) পরিচালিত হয় অক্টোবর মাসের শেষদিকে। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার এ মাদ্রাসায় রাজাকারদের একটি ক্যাম্প ছিল। ক্যাম্পের কমান্ডার ফয়েজ আহমেদ টিক্কার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই রাজাকারদের অত্যাচার থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য স্থানীয় নাজিম গ্রুপের মুক্তিযোদ্ধারা এ ক্যাম্প আক্রমণ করেন। এতে বেশ কয়েকজন রাজাকার হতাহত হয় এবং কয়েকজন মুক্তিযোদ্ধা গুরুতরভাবে আহত হন। আহত মুক্তিযোদ্ধাদের মধ্যে খোকন চৌধুরী ও মুসা খান নামে দুজনের নাম জানা যায়। মুসা খান চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। [আহমেদ আমিন চৌধুরী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড