You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের গীতিকার ও সংগীত পরিচালক কল্যাণজী ভিরজী শাহ পদ্মশ্রী - সংগ্রামের নোটবুক

কল্যাণজী ভিরজী শাহ পদ্মশ্রী

কল্যাণজী ভিরজী শাহ পদ্মশ্রী (১৯২৮-২০০০) ভারতের গীতিকার ও সংগীত পরিচালক। তিনি ১৯২৮ সালের ৩০শে জুন গুজরাটের কচ্ছ জেলার কুন্দ্রোদি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে নাগিন
চলচ্চিত্রে বীণ (বাঁশি) বাজানোর মাধ্যমে তাঁর সংগীত জীবনের সাফল্যের সূচনা হয়। ১৯৫৮ সাল থেকে তিনি তাঁর ভাই আনন্দজী ভিরজী শাহের সঙ্গে একত্রে সংগীত পরিচালনা শুরু করেন। সংগীত জগতে তাঁদের দুই ভাইয়ের অবদান অসামান্য।
১৯৬৮ সালে সরস্বতীচন্দ্র ও ১৯৭৪ সালে কোরা কাগজ চলচ্চিত্রে সংগীত পরিচালনার জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে তিনি ও তাঁর ভাই যথাক্রমে জাতীয় পুরস্কার ও ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন। সংগীত জগতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে ভারত সরকার কর্তৃক তাঁদের দুই ভাইকে ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত করা হয়। তাঁদের লেখা অনেক গান এখনো জনপ্রিয়তার শীর্ষে। তাঁরা ভারতের হিন্দি সংগীত ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তাঁরা একত্রে অনেক চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন, তন্মধ্যে ১৭টি চলচ্চিত্র ৫০ বছর ও ৩৯টি চলচ্চিত্র ২৫ বছর পূর্তি করেছে। ২০০০ সালের ২৪শে আগস্ট কল্যাণজী মৃত্যুবরণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে কল্যাণজী ও তাঁর ভাই মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সাহায্য ও সহযোগিতার জন্য নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ‘দি কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানের সংগীতে সুর রচনায় সহযোগিতা করেন। ভারতের বিভিন্ন স্থানে তিনি ও তাঁর ভাই সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে একাত্ম হয়ে অনুষ্ঠানের আয়োজন করেন, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি হয়। তিনি মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করেন। পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১৫ই ডিসেম্বর ২০১২ কল্যাণজী ভিরজী শাহ- কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড