কলাপাড়া থানা অপারেশন (কলাপাড়া, পটুয়াখালী)
কলাপাড়া থানা অপারেশন (কলাপাড়া, পটুয়াখালী) পরিচালিত হয় ৫ই ডিসেম্বর। এ অপারেশনের মাধ্যমে কলাপাড়া থানায় অবস্থানরত হানাদার সদস্যরা আত্মসমর্পন করে এবং উপজেলা হানাদারমুক্ত হয়।
কমান্ডার কে এম নুরুল হুদা (বর্তমান সিইসি)-র নেতৃতে কলাপাড়া থানা অপারেশনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে কয়েকবার কলাপাড়া থানা আক্রমণের চেষ্টা করা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৫ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা একটি বিদেশী জাহাজ (বাট্টি মে বি) ও একটি লঞ্চ নিয়ে কলাপাড়া থানার কাছাকাছি অবস্থান নেন। কলাপাড়া থেকে দুমাইল দূরে থাকতে তাঁরা তিনটি দলে ভাগ হয়ে যান। সে অনুযায়ী বিমান বাহিনীর সদস্য শাজাহান হাওলাদার ১৫ জন সশস্ত্র মুক্তিযোদ্ধাসহ জাহাজ নিয়ে থানার দিকে অগ্রসর হন। ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান শওকত মুক্তিযোদ্ধাদের একটি দল নিয়ে থানার উত্তর দিকে অবস্থান নেন। তাঁর সঙ্গে ছিলেন ইউসুফ, দেলোয়ার, বাবুল, ধলাসহ ২৫ জন মুক্তিযোদ্ধা। কমান্ডার হাবীবুল্লাহ রানার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অপর একটি গ্রুপ থানার কাছাকাছি অবস্থান নেন। সন্ধ্যার পর মুক্তিযোদ্ধারা আক্রমণ করলে হানাদার বাহিনী পাল্টা জবাব দেয়। মুক্তিযোদ্ধারা সারারাত থানা ঘিরে রাখেন। ৬ই ডিসেম্বর সকালবেলা থানায় অবস্থানরত পুলিশ, রাজাকাররা আত্মসমর্পন করে এবং কলাপাড়া উপজেলা হানাদারমুক্ত হয়। [মশিউর রহমান বাবুল]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড