কর্ণফুলী নদীতে জাহাজ অপারেশন (বেয়ালখালী, চট্টগ্রাম)
কর্ণফুলী নদীতে জাহাজ অপারেশন (বেয়ালখালী, চট্টগ্রাম) পরিচালিত হয় ১লা এপ্রিল। এর ফলে নদীতে অবস্থানরত পাকিস্তানি জাহাজ থেকে মুক্তিযোদ্ধারা প্রচুর পরিমাণ চাল উদ্ধার করেন।
২৬শে মার্চ থেকে ১১ই এপ্রিল পর্যন্ত কালুরঘাটে যুদ্ধরত প্রতিরোধযোদ্ধাদের জন্য রসদ যোগানো ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। তখন তাঁদের জীবিকা নির্বাহের জন্য চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের স্বাধীনতাকামী জনগণের নিকট থেকে খাদ্য, রসদ ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করা হয়। অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর সদস্যরা খাদ্য সামগ্রী সংগ্রহে বিভিন্ন অপারেশন পরিচালনা করেন। এরূপ একটি অপারেশন হলো কর্ণফুলী নদীতে জাহাজ অপারেশন। ১লা এপ্রিল একদল ইপিআর সদস্য বোয়ালখালীর গোমদণ্ডি থেকে গিয়ে কর্ণফুলী নদীতে অবস্থানরত জাহাজ থেকে চাল উদ্ধারের জন্য এ অপারেশন পরিচালনা করেন। জাহাজটিতে প্রচুর সরকারি চাল ছিল। মুক্তিযোদ্ধারা সেদিন জাহাজে আক্রমণ চালিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে চালগুলো উদ্ধার করেন। উল্লেখ্য, এ অপারেশনকে কেন্দ্র করে তৎকালীন চট্টগ্রামের খাদ্য নিয়ন্ত্রক পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩, তারিখ ৩রা জুলাই ১৯৭১। মামলায় ১৯৭০ সালের নির্বাচনে বোয়ালখালী থেকে নির্বাচিত এমপিএ ডা. এম এ মান্নান ও কতিপয় স্বাধীনতাকামী নিরীহ লোককে আসামি করা হয়। [শামসুল আরেফীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড