কচুপাড়া ক্যাম্প যুদ্ধ
কচুপাড়া ক্যাম্প যুদ্ধ (রাউজান, চট্টগ্রাম) সংঘটিত হয় ১২ই ডিসেম্বর। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কচুপাড়ায় এফএফ বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প ছিল। এখানে আঞ্চলিক কমান্ডার আবু মোহাম্মদ হাশেম ও রাউজান থানা কমান্ডার কামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ৭০-৭৫ জন মুক্তিযোদ্ধা অবস্থান করছিলেন। ঘটনার দিন ভোরে পাকসেনাদের একটি দল পূর্ব রাউজানের ডাবুয়া রাবার বাগানের ভেতর দিয়ে এবং অপর একটি দল উত্তরসত্তা রাস্তা দিয়ে ক্যাম্পের দিকে আসছিল। তাদের আগমন টের পেয়ে ক্যাম্পের অগ্রবর্তী সেন্ট্রি শফি, গোপাল ও জাফর এলএমজি দিয়ে হঠাৎ গুলি চালান এবং কিছুক্ষণ গুলি চালিয়ে পশ্চাদপসরণ করেন। পাকসেনারাও তার পাল্টা জবাব দেয়। গুলির শব্দ শুনে ক্যাম্পের মুক্তিযোদ্ধারা নিরাপদ স্থানে সরে যান। পাকসেনারা তখনো এলোপাথারিভাবে গুলি ছুড়ছিল। ঐ সময় সেন্ট্রি পোস্ট থেকে জাফর আহমদ চৌধুরী (পিতা সুলতান আহমদ চৌধুরী, পূর্ব ডাবুয়া) পাকসেনাদের অবস্থান জানার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে পাকসেনাদের ছোড়া গুলিতে তিনি শহীদ হন। পক্ষান্তরে মুক্তিযোদ্ধাদের গুলিতে সেদিন দুজন পাকসেনা নিহত ও ৭-৮ জন আহত হয়। এ- যুদ্ধে অগ্রবর্তী সেন্ট্রি ও কমান্ডার আবু হাশেমের দক্ষ পরিচালনা ও অসম সাহসিকতার কারণে অনেক মুক্তিযোদ্ধা প্রাণে বেঁচে যান। ক্ষুব্ধ পাকসেনারা মুক্তিযোদ্ধাদের ক্যাম্প পুড়িয়ে দেয়। [আহমেদ আমিন চৌধুরী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড