ওমরপুর যুদ্ধ
ওমরপুর যুদ্ধ (দৌলতপুর, কুষ্টিয়া) সংঘটিত হয় ৩রা সেপ্টেম্বর সন্ধ্যায়। দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ওমরপুরে পুলিশ নবীর উদ্দিন ও আজমেল আলীর বাড়ির পাশে এ-যুদ্ধ হয়। কোনো পক্ষে হতাহতের ঘটনা ঘটেনি। মুক্তিযোদ্ধারা এক পর্যায়ে পিছু হটেন। যুদ্ধের পর হানাদার বাহিনী গ্রামের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। পাকিস্তানি হানাদার বাহিনীর একটি দল দৌলতপুর হয়ে কাতলামারী রাস্তায় যাচ্ছে এমন খবর পেয়ে মুক্তিযোদ্ধারা তাদের ওপর আক্রমণ করেন। ২ ঘণ্টাব্যাপী স্থায়ী এ-যুদ্ধে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের মুখে পিছু হটেন। যুদ্ধের পর পাকবাহিনী ঘটনাস্থলের বেশকিছু ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়।
কমান্ডার মো. মোবারক হোসেনের নেতৃত্বে বড় গাংদিয়া, বোয়ালিয়া, নজিবপুর, মিরপুর, ফরিদপুরসহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা এ-যুদ্ধে অংশগ্রহণ করেন। [মো. ছাদিকুজ্জামান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড