বীর প্রতীক ওয়াজি উল্লাহ
ওয়াজি উল্লাহ, বীর প্রতীক (১৯২৯-২০১২) বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯২৯ সালের ১৩ই এপ্রিল নোয়াখালী জেলার সোনাইমুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নূর আলী মুহুরী এবং
মাতার নাম হাসমতের নেসা। তিনি শিলমুদ প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) বাহিনীতে চাকরির মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৭১ সালে তিনি ইপিআর-এর চুয়াডাঙ্গা উইং সদর দপ্তরে হাবিলদার পদে কর্মরত ছিলেন। মার্চ মাসে পকিস্তানিদের গণহত্যার প্রতিবাদে বিদ্রোহ করে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন।
ওয়াজি উল্লাহ ক্যাপ্টেন এ আর আযম চৌধুরীর নেতৃত্বে কুষ্টিয়া মুক্তকরণসহ বিভিন্ন প্রতিরোধযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেন। পাকবাহিনী আগস্ট মাসে মেহেরপুরের মুজিবনগর (বৈদনাথতলা) আক্রমণ করলে মুক্তিযোদ্ধারা দ্রুত সংগঠিত হয়ে পাল্টা আক্রমণ করেন। এ আক্রমণের ফলে মুজিবনগর শত্রুমুক্ত হয়। ওয়াজি উল্লাহ এ-যুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দেন। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে (গেজেট নং ৪৫৩, খেতাবের সনদ নং ২০৩)।
মুক্তিযুদ্ধের পর ওয়াজি উল্লাহ বিডিআর (বাংলাদেশ রাইফেলস)-এ যোগদান করেন। এখানে তাঁর পরিচিতি নম্বর ছিল ১০১০। এজন্য তিনি ‘দশ দশ ওয়াজি উল্লাহ’ নামে পরিচিত ছিলেন। ১৯৭৫ সালের ৩১শে ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করে গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। অবসর জীবনে তিনি গ্রামে একটি ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ২০১২ সালের ৩০শে এপ্রিল সোনাইমুড়িতে তাঁর মৃত্যু হয়। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা ও চার পুত্র সন্তানের জনক ছিলেন। তাঁর স্ত্রীর নাম মনোয়ারা বেগম। [জালাল আহমেদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ২য় খণ্ড