দিনাজপুরে শরণার্থীদের মধ্যে এন আর ও’র সেবাকার্য
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৩০ জুলাই— ন্যাশনাল রিলিফ অর্গানাইজেশন (এন, আর, ও) দিনাজপুরে ৫টি কেন্দ্রে মেডিক্যাল ক্যাম্প থেকে শরণার্থীদের মধ্যে কাজ করছে।
আজ এক সাক্ষাৎকারে এন, আর, ও-র পক্ষে শ্রীমণি সান্যাল ও শ্রীনন্দগােপাল ভট্টাচার্য একথা জানান। তারা দু’জন মেডিক্যাল রিলিফ সংগঠিত করে উত্তরবঙ্গ থেকে গতকাল ফিরেছেন।
এই কাজের বিবরণ দিয়ে তারা বলেন, দু’মাস আগে থেকেই গঙ্গারামপুর ও কাতরাইলে আই এমএ-র সহায়তায় ২টি মেডিক্যাল ক্যাম্প এন, আর, ও পরিচালনা করছে। প্রায় চার হাজার জামা-কাপড়ও বিলি করা হয়েছে।
আর এক সপ্তাহ আগে কসবা ও বুনিয়াদপুরে দুটি চিকিৎসা কেন্দ্র খােলা হয়েছে। প্রায় দশ হাজার করে শরণার্থী ঐ দুটি এলাকায় রয়েছেন। এখানে কোন চিকিৎসা কেন্দ্র এর আগে ছিল না। এই কেন্দ্র দুটিতে চিকিৎসক হিসাবে যুক্ত আছেন বাঙলাদেশের ডাঃ বাহারুদ্দিন আহমেদ ও ডাঃ ব্রজেন্দ্রলাল বিশ্বাস।
এ ছাড়া বাঙলাদেশের অভ্যন্তরে একটি মুক্তিফৌজ শিক্ষাকেন্দ্র ও চিকিৎসা কেন্দ্র খােলা হয়েছে।
শ্রীসান্যাল ও শ্রীভট্টাচার্য বলেন, ঐ ক্যাম্পগুলিতে যাবার সময় তাদের সঙ্গে বাঙলাদেশের জননেতা শ্রীগুরুদাস তালুকদার ছিলেন।
এন, আর, ও, অল্পদিনের মধ্যেই স্বরূপনগর (২৪ পরগণা) ও লবণ হ্রদ অঞ্চলে ২টি মেডিক্যাল ক্যাম্প খুলবে বলে তারা জানান।
সূত্র: কালান্তর, ৩.৭.১৯৭১