You dont have javascript enabled! Please enable it! এপােলাে ঔষধের দোকানের পেছনের বধ্যভূমি ও গণকবর (চট্টগ্রাম মহানগর) - সংগ্রামের নোটবুক

এপােলাে ঔষধের দোকানের পেছনের বধ্যভূমি ও গণকবর

এপােলাে ঔষধের দোকানের পেছনের বধ্যভূমি ও গণকবর (চট্টগ্রাম মহানগর) চট্টগ্রাম শহরে পাঁচলাইশ থানা ডাম্পিং ডিপাে গণকবরের সন্নিকটে অবস্থিত। চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে ছিল এ্যাপােলাে নামে একটি বড় ঔষধের দোকান। দোকানের পেছনে ছিল একটি খালি জায়গা। সেখানে পাকিস্তানি ঘাতকরা বাঙালিদের ধরে এনে হাত ও চোখমুখ বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করত। এপ্রিল মাসে ইপিআর-এর ডাক্তার মেজর আমিনুল ইসলাম, গ্যাস ও তেল কোম্পানিতে কর্মরত লে. কর্নেল কাদেরসহ ৩৫ জন বাঙালিকে এখানে হত্যা করে কবর দেয়া হয়। [সাখাওয়াত হােসেন মজনু]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড