উত্তর বড়াইকান্দি গণহত্যা
উত্তর বড়াইকান্দি গণহত্যা (কালকিনি, মাদারীপুর) সংঘটিত হয় ১লা জুন। রমজানপুর ইউনিয়নের উত্তর বড়াইকান্দি গ্রামে সংঘটিত এ গণহত্যায় কয়েকজন নিরীহ গ্রামবাসী শহীদ হন।
ঘটনার দিন বিকেল ৪টার দিকে বরিশালের গৌরনদী ক্যাম্প থেকে পালরদী নদীপথে গানবােটে এসে পাকসেনা ও স্থানীয় রাজাকার বাহিনী উত্তর বড়াইকান্দি গ্রামে গুলিবর্ষণ শুরু করে। পাকিস্তানি সেনাদের আক্রমণে অশ্বিনী গাইন (পিতা চণ্ডীচরণ গাইন), অন্য রাণী (পিতা চণ্ডীচরণ গাইন), নির্মল মণ্ডল (পিতা রাসু মণ্ডল), গােপাল মণ্ডল ও চন্দ্র মণ্ডলসহ আরাে কয়েকজন শহীদ হন। রাজাকারদের সহযােগিতায় ঐদিন পাকসেনারা পার্শ্ববর্তী জজিরা গ্রামের ব্রজেন্দ্র মণ্ডল, উত্তর বড়াইকান্দি গ্রামের আনন্দ মণ্ডল, সতীশ মণ্ডল, কেশব মণ্ডল, রবিদাস মণ্ডল, দেবেন্দ্র গাইন, অমূল্য গাইন, হরনাথ গাইন, রাজেন্দ্র গাইন, মন্টু গাইন, অখিল গাইন, শান্তিরঞ্জন ঢাকী, শরৎ মণ্ডল, গীতা রানী মণ্ডল, সুনীল মণ্ডল, সুশান্ত ঢাকী, বীরেন গাইন, বলরাম গাইন, কান্তিলাল মণ্ডল, বিকাশ মণ্ডল ও বীরমােহন মণ্ডলের বাড়ি পুড়িয়ে দেয়। [বেনজীর আহম্মদ টিপু]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড