উইলিয়াম বি স্যাক্সবি
উইলিয়াম বি স্যাক্সবি (১৯১৬-২০১০) মার্কিন রাজনীতিবিদ, সিনেটর, সাবেক এটর্নি জেনারেল ও রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সক্রিয় সমর্থক। তিনি যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের ম্যাসানিক্সবার্গে ১৯১৬ সালের ২৪শে জুন জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪০ সালে ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। মার্কিন বিমান বাহিনীর হয়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কোরীয় যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৪৭ সালে ওহিও রাজ্যের প্রতিনিধি সভায় নির্বাচনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়।
১৯৭১ সালে যেসব মার্কিন রাজনীতিবিদ ও কংগ্রেসম্যান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় অবস্থান গ্রহণ করেন, উইলিয়াম বি স্যাক্সবি তাঁদের একজন। তিনি একাধিকবার মার্কিন সিনেটে বাংলাদেশের পক্ষে বক্তব্য তুলে ধরেন। পাকিস্তানকে মার্কিন সামরিক অস্ত্র পাঠানাের কঠোর বিরােধিতাকারীদের একজন তিনি। সিনেটর উইলিয়াম স্যাক্সবি ও সিনেটর ফ্রাঙ্ক চার্চ-এর উপস্থাপিত সংশােধনী প্রস্তাবের কারণে পাকিস্তানকে আমেরিকার অস্ত্র পাঠানাে সম্ভব হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে এ দুই সিনেটর মার্কিন প্রশাসনের ওপর নানাভাবে চাপ প্রয়ােগ করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের এ ধরনের ভূমিকা মার্কিন জনমতকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রভাবিত করে। মার্কিন সিনেটে উইলিয়াম বি স্যাক্সবি বাংলাদেশের পক্ষে যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ২০১২ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ (মরণােত্তর) প্রদান করে। ২০১০ সালের ২৪শে আগস্ট ৯৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। [জালাল আহমেদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড