You dont have javascript enabled! Please enable it! ইছরকান্দি গণহত্যা (গাজীপুর সদর) - সংগ্রামের নোটবুক

ইছরকান্দি গণহত্যা

ইছরকান্দি গণহত্যা (গাজীপুর সদর) সংঘটিত হয় জুন মাসের শেষদিকে। পাকিস্তানি হানাদার বাহিনীর এ গণহত্যায় শতাধিক নিরীহ মানুষ শহীদ হন। গাজীপুর সদর উপজেলার গাছা ইউনিয়নের একটি গ্রাম ইছরকান্দি। হিন্দু অধ্যুষিত এ গ্রামটির অবস্থান তুরাগ নদীর অপর পাড়ে। ২৫শে মার্চ হানাদার বাহিনীর গণহত্যার পর গাজীপুরসহ বিভিন্ন এলাকার মানুষ যােগাযােগ বিচ্ছিন্ন অপেক্ষাকৃত নিরাপদ মনে করে এ গ্রামে আশ্রয় নেয়। স্থানীয় রাজাকার এবং শান্তি কমিটির সদস্যরা এ গ্রামের খবর টঙ্গী এবং জয়দেবপুর পাকিস্তানি ক্যাম্পে পৌছে দেয়। এ খবর পেয়ে হানাদার বাহিনী রাজাকারদের দেখানাে পথে জুন মাসের শেষদিকে কোনাে এক মধ্যরাতে ইছরকান্দি গ্রাম আক্রমণ করে। গ্রামের মধ্যে প্রবেশ করে প্রথমেই বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘুমন্ত লােকজন ভয়ে দিশেহারা হয়ে এদিক-সেদিক দৌড়াদৌড়ি শুরু করে। এ অবস্থায় হানাদার বাহিনী এলােপাতাড়ি গুলি শুরু করলে শতাধিক মানুষ প্রাণ হারায়। এ গণহত্যা থেকে নারী, বৃদ্ধ, শিশু কেউই রােহাই পায়নি। হানাদার বাহিনীর আক্রমণে মুহূর্তের মধ্যে পুরাে গ্রামটি বিরানভূমিতে পরিণত হয়। গণহত্যার পর শহীদদের লাশগুলাে গাছা স্কুল প্রাঙ্গণে সমাহিত করা হয়। দূর-দূরান্তের মানুষজন শহীদ হওয়ায় তাদের নাম-পরিচয় জানা যায়নি। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড